শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় রাধা গোবিন্দ মন্দিরের ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

আরো খবর

 লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ নাম ঘোষনা ও ৬৮ তম নাম যজ্ঞের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 প্রফেসর ড. জীবনকৃষ্ণ সাহা কে সভাপতি  এবং অপূর্ব কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৬৮ বছর পূর্ব থেকে যথারীতি এই মন্দির প্রাঙ্গণে নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে ।
উল্লেখ্য যে গত ১০ অক্টোবর ঢাকার একটি অভিজাত হোটেলে দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি  ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গত (৫ ডিসেম্বর) শুক্রবার রাতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন (অবঃ) ড. জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার তত্বাবধানে অনুষ্ঠানে দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ৩ বছর মেয়াদি কমিটির ৫১ সদস্যের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর কমল রন্জন সাধুখা।
 সভায় বক্তব্য রাখেন ওই মন্দিরের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন(অবঃ) ড.জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক অপূর্ব কুমার সাহা, ইতনা স্কুল এন্ড কলেজের প্রভাষক অনিন্দ্য কুমার সরকার, বিশিষ্ট সমাজ সেবক কমল কৃষ্ণ সাধু খা, নিতাই কর্মকার, বিষ্ণুপদ সাহা,কুমুদ রঞ্জন সাধুখা, কালু গাঙ্গুলী, সুব্রত সাহা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন(অবঃ) ড. জীবন কৃষ্ণ সাহা বলেন, আমাদের জীবন ছোট্ট। আমাদের সকলের পরপারে যেতে হবে। তাই আমরা ঈশ্বরের সন্তুষ্টির জন্য পার্থিব জীবনে  কিছু করে যেতে চাই।
 তিনি বলেন,আমাদের সমাজে কিছু মানুষ ভালো কাজে বাধা হয়ে দাড়ায় তারা কিন্ত সংখ্যায় খুবই নগন্য। আমরা একে অন্যের সাথে সকল বিভেদ ভুলে  এক সঙ্গে কাজ করতে চাই। তাহলে আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারবো।

আরো পড়ুন

সর্বশেষ