শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আরো খবর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও  জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আক্তার হোসেন ফকিরকে (৫৭) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আক্তার হোসেন ফকির উপজেলার চাচই গ্রামের  মৃত সামাদ ফকিরের ছেলে ও জয়পুর ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পূর্বে অভিযান চালিয়ে চালিয়ে অভিযুক্ত আক্তার হোসেন ফকিরকে তার বাড়ির অদূরে চায়ের দোকান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় দায়েরকৃত নাশকতার মামলায় জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে আটক করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ