নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অশ্লীল ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ৮ লাখ ৯৪ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের দেহরক্ষী আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনা তদন্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপরে নড়াইল জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস বলেন, যেহেতু আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ, সেহেতু আমি নড়াইল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে আহবায়ক করে ৪ সদ্যস্য বিশিষ্ট ডিপার্টমেন্টাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবারের (২১ মার্চ) মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, লোহাগড়া ইউএনও’র বিষয়টি নিতান্ত ব্যক্তিগত ব্যাপর। এখানে আমাদের তদন্ত করার কোন বিষয় নেই।
জানা গেছে, লোহাগড়ার ইউএনও অনিমেষ বিশ্বাসকে অশ্লীল ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে কয়েক দফায় প্রায় ৯ লাখ টাকা চাঁদা আদায় করে অজ্ঞাত চাঁদাবাজ।
এ ঘটনায় ইউএনও’র স্ত্রী বিপাশা বিশ্বাস চাঁদাবাজির অভিযোগ এনে লোহাগড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে ইউএনও’র ওই দেহরক্ষীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।

