শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়া যুবদলের আহব্বায়ক মাহমুদের বহিষ্কার আদেশ প্রত্যাহার

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদল লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
খান মাহমুদ আলম লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক এবং উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত বনি আমিন খানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি- আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে গত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমকে জাতীয়তাবাদী যুবদল থেকে সাময়িক বহি:স্কার করা হয়।
এর আগে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সকালে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিরান ও জিয়ারুল নামে দু-ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং তাকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর খান মাহমুদ আলমকে যুবদল থেকে সাময়িক বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন উক্ত বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।
এদিকে দীর্ঘ দেড় বছর পর বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার করায় স্হানীয় যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ