লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার উপজেলার সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা।
পারিবারিক সুত্রে জানাগেছে শুক্রবার জুম্মার নামাজ শেষে মারকাজুল মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে লক্ষীপাশা গ্রামের ফেরদৌস ঠাকুরের বাড়ির সংলগ্ন রাস্তার পাশে পৌছালে প্রতিবেশী সবুজ সরদার, তার ভাতিজা নওশাদ সরদারসহ ৩/৪ জন ওই ব্যাংক কর্মকর্তা মনিরের উপর অর্তকিত হামলা করে এবং লোহার রড,হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আহত ব্যাংক কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
আহত ব্যাংক কর্মকর্তা পৌরসভার লক্ষীপাশা গ্রামের মৃত সৈয়দ আব্দুল জব্বারের ছেলে সৈয়দ রিফাত মুন্জর মনির। এঘটনায় আহত ব্যাংক কর্মকর্তা মনিরের সাথে কথা হলে তিনি বলেন জমাজমি বিরোধের জেরে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে সবুজ ও তার ভাতিজা সহ ৩/৪ জন আমাকে মারপিট করে যখম করেছে। আমি হাসপাতালে চিকিৎসাধীন।

