শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শনিবার সাতক্ষীরায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:একদিনের জন্য সাতক্ষীরা  সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস প্রেরিত এক বার্তায় মন্ত্রীর একান্ত সচিব আলমগীর হোসেন’র স্বাক্ষরিত চিঠিতে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে আগামী ২৩ তারিখ (শনিবার) হেলিকপ্টার যোগে দুপুরে জেলা স্টেডিয়ামে পৌঁছাবেন ।
এরপর সড়কপথে পুলিশ লাইন্স এর উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে ১.৩০ মিনিটে সাতক্ষীরা পুলিশ লাইন্স এ উপস্থিত থেকে নবনির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করবেন।  উদ্বোধন শেষে মন্ত্রী দুপুর ২ টা ৩০ মিনিটে নলতা কালিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দিবেন। সবশেষে বেলা ৩টায় কালিগঞ্জ উপজেলার নলতার জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে বিকাল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

আরো পড়ুন

সর্বশেষ