কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও দেশব্যাপী শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমূখ।#যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে ১৫জন আহত।#

