শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শপথ নিলেন যশোর মুদ্রণ শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে  প্রেসক্লাব যশোরের অডিটোরিয়াম এক অনুষ্ঠানের মাধ্যমে নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধো আব্দুল মান্নান। সংগঠনের সাবেক আহবায়ক ফজলে রাব্বি মোপাসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধো আশেক কুমার রায় ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী, যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শাহিন ইকবাল, নবনিবাচিত সভাপতি সাব্বির মালিক, দপ্তর সম্পাদক ওয়ারেশ আলী আনসারী খাজা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক রাইমা খাতুন হাফিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহেন শাহ রানা।

নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান যশোর উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ জেলা মুদ্রণ শিল্গ মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শাহিন ইকবাল।

আরো পড়ুন

সর্বশেষ