সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শবে বরাত ৩ ফেব্রুয়ারি

আরো খবর

একাত্তর ডেস্ক:বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

এতে বলা হয়, “বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ জানুয়ারি বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।”

সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে শবে বরাত উদযাপন হবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সূত্র: বিডিনিউজ

আরো পড়ুন

সর্বশেষ