রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিও ভুক্তিতে মোস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা

আরো খবর

  আহসান উল্লাহ কলারোয়া,প্রতিনিধি :
 কলারোয়া উপজেলার শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নতুন এমপিও ভুক্তিতে তালা -কলারোয়ার সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি রবিউল আলম মল্লিক এর সভাপতিত্বে
সংবর্ধিত অতিথি হিসাবে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল রহমান খাঁন চৌধুরী মজনু, আওয়ামীলীগ  নেতা আমজাদ হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদুজ্জামান খাঁন, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খাঁন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রীরা পবিত্র কোরান, গীতা ও বাইবেল পাঠ করেন। জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের সভাপতি রবিউল আলম মল্লিক।
আলোচনা অনুষ্ঠান শুরু করার পূর্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংবর্ধিত অতিথি সাংসদ এড. মোস্তফা লুৎফুল্লাহ সহ সকল আমন্ত্রিত অতিথিদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন- এই প্রতিষ্ঠান এমপিও ভুক্তীর সকল প্রসংশার দাবীদার আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি। আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র।
তিনি আরো বলেন- আমাদের প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে নারী শিক্ষাকে এগিয়ে নিতে এই বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ