অভয়নগর প্রতিনিধি:শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের মন্দির ভিত্তিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের অফিসে উপজেলার ১৩২ টি মন্দিরে এ অনুদান বিতরণ করা হয় নওয়াপাড়া সরকারি কলেজের প্রাক্তন প্রভাষক গৌর চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জান তারু।অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ বৈরিগী, সমাজ কল্যান সম্পাদক শেকর বর্মন,
উপজেলা তাঁতী লীগের সভাপতি জিয়াউর রহমান বাবু, ভোগিলহাট কলেজের অধ্যক্ষ প্রদীপ মুর্খাজী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শুভরাঢ়া ইউনিয়নের আ’লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র সিকদার, সাবেক ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কিশোর কুমার সরকার। ১৩২ টি পূজা মন্ডপের কর্মকর্তাদের হাতে অতিথিদের হাত থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়।

