শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আরো খবর

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থিরা।এর আগে তারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।
বুধবার(২৮ আগষ্ট) সকালে বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শার্শার মহাসড়কে প্রদক্ষিন করে।
এসময় স্কুল সময় সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে “এক দফা এক দাবি,উত্তম তুই কবে যাবি“স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।পাশাপাশি অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এছাড়া একজন অসুস্থ শিক্ষার্থি একটু দেরিতে কলেজে আসলে তাকে বিনা কারনে হয়রানি করেন ঐ অধ্যক্ষ এমন জানান তারা।

আরো পড়ুন

সর্বশেষ