শেখ সেলিম, বেনাপোল প্রতিনিধি:
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শার্শায় হঠাৎ করেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, চাষের জমি তলিয়ে গেছে। হঠাৎ এই বিপর্যয়ে হতভম্ব হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে দুর্গতদের জরুরি সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে ৯নং উলাশী ইউনিয়নের কন্যাদহ দাখিল মাদ্রাসায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোকে শুকনো খাবার বিতরণ করা হয় এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেবল আশ্রয় নয়—পানিবন্দী মানুষদের খাদ্য, চিকিৎসা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
এদিকে শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদ আলী বলেন,
“ভারতের দিক থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢলেই এ বন্যার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।”
আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন জানালেন, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তারা নিরাপদে যাওয়ার কোনো উপায় পাচ্ছিলেন না। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তাদেরকে বাঁচার লড়াইয়ে নতুন ভরসা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ পরিস্থিতি মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। তবে তারা আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, শিশু ও নারীদের জন্য বিশেষ সেবা এবং দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

