শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: সারাদেশের ন্যায় শার্শায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শার্শার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহরিয়ার মাহমুদ রনজরু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী, উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

 

 

আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশ দূর্যোগ প্রবণ দেশ। এদেশের কোটি কোটি মানুষ দূর্যোগের ঝুঁকির মধ্যে বসবাস করে। সে কারণে আমাদের এবিষয়ে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দূর্যোগের ঝুঁকি অনেক অংশে কমে যাবে। সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।

আরো পড়ুন

সর্বশেষ