শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় আফিল জুট উইভিং মিল ভাঙচুর

আরো খবর

  বেনাপোল প্রতিনিধি:
সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের প্রতিষ্টান যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে ব্যাপক ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মিলের বিভিন্ন স্থাপনা ভাঙচুর সহ মসজিদের গøাস ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৯ টার দিকে।
আফিল  জুট উইভিং মিলের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, আমরা এই আফিল জুট উইভিং মিলে নারী-পুরুষ মিলে  ৫ হাজার কর্মচারী কর্মরত আছি। এই মিলে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার নারী পুরুষরা কর্ম করে চলে।  এই কর্মচারীরা এই কর্মের পরেই নির্ভরশীল। আজ রোববার  সকাল ৯ টার দিকে ১০০ থেকে দেড়শ দুর্বৃত্তদের একটি দল মিলগেটে এসে হামলা চালায়।
মিল গেটের দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা   গেট টপকে ভিতরে প্রবেশ করে। প্রথমে তারা মসজিদের গøাস ভাঙচুর করে এবং গেটের পাশের রুমের গøাস ভাঙচুর করে। তারপর আমাদের মালিকের চেম্বার ভাঙচুর করে । এভাবে তারা একের পর এক বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মিল ভাঙচুর করায় কর্তৃপক্ষের নির্দেশে মিল বন্ধ করা হয়েছে।
আমরা ৫ হাজার কর্মচারী এই মিলের কাজের উপরেই নির্ভরশীল । এখন আমরা কিভাবে আমাদের সংসার চালাবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। তবে  কবে নাগাদই মিল চালু হবে তা বুঝতে পারছি না। মিল চালু না হলে পরিবার-পরিজন নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে। শার্শার মানুষের বেকারত্ব দূর করনের জন্য ২০০৯ সালে এই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন আফিল জুট উইভিং নামে একটি মিল প্রতিষ্ঠা করেন ।
এ ব্যাপারে সাজা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান সকাল ৯ টার দিকে দুর্বৃত্তদের একটি দল আপিল উইভিং জুট মিলে হামলা চালিয়েছে। এ সময় মিলের ভিতরে মসজিদ এবং বিভিন্ন স্থাপনার গøাসগুলো ভাঙচুর করে। আমরা জানতে পেরে ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরো পড়ুন

সর্বশেষ