শার্শা ও বেনাপোল প্রতিনিধি:দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরের শার্শায় ব্যাপক উৎসব আনুষ্টানিকতার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস (বঙ্গবন্ধুর ১০৩ তম) জন্মদিন পালিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ,মহিলালীগ,শার্শা থানা ও পোর্ট থানা,ফায়ার ষ্টেশন,স্বাস্থ্যবিভাগ,পৌর আওয়ামীলীগ,শার্শার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিশুদের নিয়ে কেক কেটে দিবস পালন করা হয়। এসময় ব্যান্ডের বাজনাতে মুখরিত হয় এলাকা।
পরে শার্শা উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা দোয়া সাংস্কৃতি অনুষ্টান ও পুরস্কার বিতরন করা হয়। এসব অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সালেহ আহম্মেদ মিন্টু,ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ইউএনও নারায়ন চন্দ্র পালসহ মুক্তযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

