শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন  

আরো খবর

শার্শা প্রতিনিধি: শার্শায় গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য সহকারে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে শার্শা উপজেলা চত্বরে নব-নির্মিত শহীদ মিনারে গভীর শ্রদ্ধায়  পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, যশোর ৮৫-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মামুন ও বেনাপোল পৌরসভার।
এছাড়া অন্যান্যদের মধ্যে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন , বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হোসেন এর পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারদার শাহরিন আলম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ বাবুল মিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহেদুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে, সকল শহীদদের প্রতি বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ