বেনাপোল প্রতিনিধি:আর মাত্র ৯দিনপর কুরবানীর ঈদ। ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের বৃহৎ যশোরের শার্শা সাতমাইল পশুর হাট। ছোট বড় গরুতে জমজমাট হাট। শনি মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে৩দিন বসছে কুরবানীর হাট। তবে এবার বাহিরের ব্যাপারী ও ক্রেতা কম থাকায় পশুর দাম পাচ্ছেনা চাষী ও বিক্রেতারা।
সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআচড়া-সাতমাইল পশুহাটে ঝিকরগাছা,কলারোয়া.চৌগাছাও শার্শাসহ বিভিন্ন এলাকা থেকে আসে দেশি বিদেশীজাতের ছোট বড় গরু। প্রতিবছর ভারত থেকে আসতো হাজার হাজার পশু। বিএসএফের কড়াকড়িতে এবার ভারতীয় গরু না আসলেও দেশে উৎপাদিত খামারী গরু আসছে হাটে। তবে গো খাদ্যের দাম বৃদ্ধিতে গরু উৎপাদনে খরচ যাচ্ছে বেড়ে। তারপরও বাহিরের ব্যাপারী ও ক্রেতা কম আসায় গরুর দাম পাচ্ছেনা তারা। কমদামে গরু বিক্রি করে লোকসানের মুখে খামারী ফড়েয়া ও ব্যাবসায়িরা। মেহেরপুর,শরিয়তপুর ও ঢাকা চিটাগাং থেকে ব্যাপারীরা কিছু গরুর কিনে ঢাকায় নিলেও এখনও কুরবানির বাজার জমে না ওঠায় লোকসানের মুখে তারাক্রেতা বিক্রেতারা।
ক্রেতা আরমান গাজী ও বিক্রেতা ফরিদ মিয়া বলেন ঢাকা ও সাভারের পশুর হাট না জমে ওঠায় সমস্যায় তারা। গরু কিনে খরচ বাড়ছে বিক্রি না হওয়ায় লোকসানের মুখে তারা। তবে ঈদের আগে লোকসান কেটেযানে বলে আশা করেন তারা।
সাতমাইল পশুরহাট কর্তৃপক্ষ সাবেক চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুল বলেনকুরবানীর ঈদকে সামনে রেখে বাড়ে পশু আমদানি। গত ৫টি হাটে বেচাকেনা হয়েছে ১৩হাজার গরু। সামনে আরো বাড়বে গরু বিক্রি। পশুরহাটে বাড়ানো হয়েছে নিরাপত্তা-ও সু রক্ষা। কুরবানীর ঈদের আগে দাম ভাল পাওয়াসহ বাজার ভাল হওয়ার আশা করেন তিনি।
জেলা প্রানীসম্পদ কর্মকর্তা রাসেদুল হক জানান ক্যাশলেস সিষ্টেম স্মাট বাংলাদেশ পশুরহাট চালু করা হচ্ছে-আধুনিক ব্যাংকিং সিষ্টেমে হবে লেনদেন। এর ফলে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্বা বাড়বে কমবে ঝুকি
যশোরের শার্শার উপজেলায় নাভারন ও সাতমাইল২টি পশুরহাটে জমজমাট হয়ে উঠছে বেচাকেনা। নিরাপদ পশুবিক্রিতে হাটগুলো তদারকি করছেন প্রানী সম্পদ বিভাগ।কেনাবেচাই সবাইকে করা হচ্ছে সতর্ক। আগামী হাটগুলোতে বিক্রি বৃদ্ধিসহ খামারীরা লাভের মুখ দেখবেন বলে আশা করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাডা: বিনয় কৃঞ্চ মন্ডল,

