বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় দুই সন্তানের জননী গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছেন প্রভাবশালী মাতব্বররা
ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনার পর থেকে আতংকে রয়েছেন গৃহবধুর পরিবার।গৃহবধু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গৃহবধুর স্বামী খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গৃহবধুকে উত্ত্যক্ত করত অনেকে। গত মঙ্গলবার (১ মে) বাড়িতে গৃহবধূকে একা পেয়ে কয়েকজনে গণধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নানান ধরনের গুঞ্জন তৈরী হয়েছে বলে জানান স্থানীয়রা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পেয়ে ভিকটিম গৃহবধূকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

