শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় জামগাছ থেকে পড়ে স্কুল ছত্রের মৃত্যু

আরো খবর

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় জামগাছ থেকে পড়ে আরাফাত হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার জামতলা ডিএসটি হাইস্কুল চত্তরে।
নিহত আরাফাত হোসেন উপজেলার সামটা গ্রামের প্রবাসী আনারুল ইসলামের ছেলে। সে জাতলা ডিএসটি হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়দের বরাতে বাগআঁচড়া ইউনিয়নের ৯ নম্বর সামটা ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, স্কুল ছুটির পর সে জাম পাড়ার জন্য স্কুল বাউন্ডারির মধ্যে অবস্থিত গাছে উঠে। এসময় অসাবধানতাবসত গাছ থেকে পড়ে যায়। মাথায় ও বুকে আঘাত পেয়ে ও প্রচন্ড গরমে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে পথেই তার মৃত্যু হয়।
আরাফাতের অকাল মৃত্যুতে পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মায়ের আজাহারিতে এলাকার আকাশ বাতাস বারি হয়ে ওঠে।

আরো পড়ুন

সর্বশেষ