বেনাপোল প্রতিনিধি:
প্রচন্ড তাপদাহ ও ভ্যপসা গরমে নাভিশ্বাস বাড়ছে সর্বসাধারনের। কৃষকসহ শ্রমজীবি মানুষের জীবন যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। গরমে অতিষ্ট প্রানীকুল। বাড়ছে গরম জনিত রোগ বালাই।
শিশু ও বৃদ্ধরা জ্বর টান্ডা ও কাশিতে আক্রান্ত হচ্ছে বেশী। আখের রস শরবত ডাবসহ বি়ভিন্ন ধরনের ফল ও ঠান্ডাপানি খেয়ে আনেক গরম থেথে প্রতিত্রানের চেষ্টা করছেন। চায়ায যাচ্ছেন অনেকে। গরমে যবথবু হয়ে পড়ছে প্রানীকুল।
কৃষকেরা মাঠে ধান গোছাতে যেয়ে চরম কষ্ট পোহাচ্ছেন। ছায়ায় এসে নিচ্ছেন বিশ্রাম। রোদ্রের মধ্যে কাজ করতে পারছেনা তারা। হাপিযে উঠছেন চাষী ও শ্রমিকেরা।
কৃষক মোমিন উদ্দিন ও স্থানীয় আরিফুর রহমান বলেন এবার মাত্রাতিরিক্ত গরম পড়ছে। কোথায় মিলছনা স্বস্তি। গরমের কারনে শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন দেরীতে।
এদিকে প্রচন্ড তাপদাহের কারনে আমদানি রফতানি কার্য্যক্রম ও চরমভাবে ব্যহত হচ্ছে। পচনশীল পন্য হচ্ছে ক্ষতিগ্রস্ত।
শ্রমিকেরা কাজে যোগদিতে অতিষ্ট হয়ে পড়ছেন। বিশেষ কাজ ছাড়া ঘরের বাহিরে যাচ্ছেনা অনেকে। প্রচন্ড রোদ ও গরমের কারনে বন্দর এলাকা দিনে অধিকাংশ সময় থাকছে ফাঁকা। বিভিন্ন ধরনের বাহনও চলছে কম। সন্ধার পর অনেকে যাচ্ছেন বাজারে।
বৈরী আবহাওয়ার কারনে গত কয়েকদিন ধরেই চলছে প্রচন্ড তাপদাহ। জীবন যাপন ও কাজকর্মে ভোগান্তি বাড়ছে। অসুস্থ্য হয়ে পড়েছেন অনেকে। গরমে বাড়ছে বিভিন্ন রোগ বালাই।স্বস্তির খোজে অনেকে ছুটছেন ফাঁকাস্থানে ও থাকছেন ঘরে। দিনে ব্যাবসা বানিজ্য সহ মানুষের চলাচল কমছে।

