বাগআঁচড়া প্রতিনিধি:যশোর-সাতক্ষীরা মহাসড়কের সংলগ্ন শার্শার বাগুড়ী বেলতলা আমের বাজারের পরিবহন থেকে চাঁদা আদায় কালে নাইম (২৬) নামে এক চাঁদাবাজকে চাঁদা আদায়ের রশিদ এবং চাঁদা আদায়ের টাকা সহ হাতে নাতে আটক করেছেন শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার (১জুন)রাত ৯টার সময় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আকিক ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক কৃত নাইম কলারোয়া উপজেলার গলচাতর এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে চাঁদাবাজির রশিদ ও চাঁদা আদায়ের টাকা উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে শার্শা থানার ওসি আকিকুল ইসলাম আকিক জানান, বাগুড়ী বেলতলা আমের বাজারে গোপনে দীর্ঘ দিন যাবত চাঁদাবাজি হচ্ছে জানতে পেরে। অভিযান চালিয়ে নগদ টাকা ও আদায় রশিদসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আসামী নাইমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

