শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় ফেন্সিডিলসহ একাধিক মামলার আসামি আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শায় ১২০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল জব্বার (৩৮) নামে একাধিক মামলার এক আসামীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
শনিবার (১৪ই এপ্রিল)রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে লক্ষণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বলে জানাযায়।
আটক আব্দুল জব্বার বহিলাপোতা গ্রামের আব্দুল আলীমের ছেলে।
ডিবি এসআই সোলায়মান আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শার্শা বহিলাপোতা এলাকায় অভিযান পরিচালনা করে ঐ গ্রামের জব্বার এর টিনের ছাউনি টিনের বেড়াযুক্ত বসত ঘরের সামনে হইতে আব্দুল জব্বারকে ১২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,৬০,০০০/-টাকা।
এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ