শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আরো খবর

শার্শা প্রতিনিধি;বেনাপোল পৌরসভাধীন ছোটআঁচড়া গ্রাম এবং বন্দরেরর ২২ নং শেড সংলগ্ন পরিত্যক্ত জায়গা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২০৯ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ জাকির হোসেন(২৫) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

 

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,গোপণ তথ্য পেয়ে থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার(১১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দরের ২২ নং শেড সংলগ্ন পরিত্যক্ত জায়গায় তল্লাশী চালিয়ে ১৫০ বোতল এবং রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভাধীন ছোটআঁচড়া গ্রাম এলাকায় নির্মানাধীন নতুন থানা ভবনের সম্মুখ হতে ৫৯ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ জাকির হোসেন নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে।

আসামী জাকির হোসেনের বাড়ী অত্র শার্শা উপজেলাধীন পুটখালী ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামে, তার পিতার নাম মোঃ জিল্লুর রহমান।

ফেন্সিডিল উদ্ধার এবং মাদক বিক্রেতা জাকির হোসেনের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূইঁয়া বলেন, “যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে উপরিল্লিখিত স্থান দুটিতে অভিযান পরিচালনা করে ২০৯ বোতল ফেন্সিডিল সহ আসামী জাকির হোসেন কে গ্রেফতার করা হয়”।

আসামী জাকির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করতঃ যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ