।
বাগআঁচড়া প্রতিনিধিঃযশোরের শার্শা থানাধীন চালিতা বাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র।
আটক কৃত মোঃ জামাল দেওয়ান (৪৮) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন পয়সা গ্রামের মৃত সামাদ দেওয়ান এর ছেলে। এবং পলাতক আসামী যশোরের শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামের মৃত আমির চান মোড়লের ছেলে মোঃ হানিফ মোড়ল (৪২)।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ আলহাজ এএসআই মোঃ আবেদুল ইসলাম, এএসআই মোঃ আবু সাঈদ সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চালিতা বাড়িয়া গ্রামস্থ আঃ রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ফেনসিডিল সহ জামাল দেওয়ান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করে। এসময় তার সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্ৰেফতার করতে পুলিশি অভিযান চলমান রয়েছে
এ বিষয়ে জানত চাইলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শহিদুুল ইসলাম জানান আসামীকে মাদক আইন মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

