শার্শা প্রতিনিধি:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শার্শায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বীরমুক্তযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান মধু
ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ আরো অনেকে।

