শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় মটরসাইকেল আরোহী গাঁজাসহ আটক ১

আরো খবর

 বাগআঁচড়া প্রতিনিধি: যশোরের শার্শায় ১ কেজি গাঁজা ও একটি মটরসাইকেল সহ মাসুম বিল্লাহ নামে এক মাদক কারবারি আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৬জুন) বিকেলে তাকে আটক করা হয়।
আটক, মাসুম বিল্লাহ বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত, মতিয়ার মল্লিকের ছেলে।
ডিবির অফিস সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস টিম  শার্শা উপজেলার পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি মাদকদ্রব্য (গাঁজা) ও একটি মটরসাইকেল সহ ওই যুবক আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০ টাকা বলে জানায় ডিবি পুলিশ।
এবিষয়ে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ