শার্শা প্রতিনিধি: শার্শা উপজেলায় বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শার্শা উপজেলা প্রশাসন এবং উপজেলা তথ্য প্রযুক্তি অধিদপ্তর,শার্শা এর উদ্যোগে আয়বর্ধণমূলক “মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা”র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
২৩ মে/ তারিখ থেকে ০৬ জুন/২০২৩ ইং তারিখ মোট ১৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা চালু থাকবে।
মঙ্গলবার(২৩ মে) সকাল ১০ টায় সময় শার্শা কলেজের “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানে শুভ উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা-নারায়ণ চন্দ্র পাল বলেন,”উপজেলা পর্যায়ে ১৫ দিন ব্যাপি “অনলাইনে আয়বর্ধনমূলক আউটসোর্সিং ও মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ” টি বেকার যুবক-যুবতীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি’র লক্ষ্যে সহায়ক ভূমিকা পালণ করবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন-কলেজ অধ্যক্ষ, আইসিটি অফিসার আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন অফিসার,সহকারী যুব অফিসার, উপজেলা ইউডিএফ এবং মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষক সহ প্রমুখ।
