ডেস্ক রিপোর্ট:যশোরের শার্শায় গরুবেচা কেনার পুর্ব শত্রুতার জেরে মুসা (৩০) নামের এক যুবককে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে এলাকার অস্ত্র ও মাদককারবারিরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইপো রাসেল (২০) নামের অপর একজন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত মুসার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।পরে সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার সকাল ১১ টার দিকে তিনি মারা যান
এ ব্যাপারে রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্প্রতিবার (৩০ মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার হরিনাপোতা বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রানা মুসা হরিনাপোতা গ্রামের আতাউর হকের ছেলে ও তার ভাইপো আহত রাসেল ইসহাকের ছেলে।
নিহত যুবকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু বেচা কেনা নিয়ে মুসার সাথে ৬/৭ মাসে আগে মান্দারতলা এলাকার অস্ত্র ও মাদককারবারি সিন্ডিকেটের ওহাবের ছেলে রফিকুল, নান্নুর ছেলে মিলন ও শান্টুর ছেলে সুমনের সাথে দ্বন্দ ছিলো।ঘটনার দিন বিকাল ৫ টার দিকে মুসা ও ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিনাপোতা বাজার মোড়ে যায়।
এসময় রফিকুল, মিলন ও সুমনসহ আরো একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মুসাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাইপো রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি রাখে এবং মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন যশোরের চিকিৎসাকরা।ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, গরু বেচা কেনা নিয়ে পুর্ব শত্রুতার জেরে আহত চাচা ও ভাইপোর মধ্যে মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।ভাইপো উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে এবং এ হত্যাকান্ডে জড়িত আসামিদের আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

