বেনাপোল প্রতিনিধি: যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে অবস্থান নেওয়ায় সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা যুবদলের তিনজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন- শার্শা উপজেলা যুবদলে আহবায়ক মুস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।
কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে যে, এই তিন নেতা গুরুত্বপূর্ণ পদে থেকেও প্রকাশ্যে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এই কর্মকাণ্ডকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বিনষ্টকারী হিসেবে গণ্য করা হয়েছে।
এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী ০৩ (তিন) দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

