শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

আরো খবর

শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা থেকে ২ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন ২৮ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।এ ঘটনায় মুকুল মিয়া (৪০)নামে অপর একজন পলাতক রয়েছে।
বৃহস্প্রতিবার ভোরে উপজেলার নাভারন এলাকা থেকে এ গাঁজাসহ তাকে আটক করে র‍্যাব-৬
আটককৃত বিল্লাল হোসেন শার্শার জেলে পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং পলাতক  আসামী মুকুল বেনাপোল লটাদিঘা গ্রামের মানিক হারের ছেলে।
জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে শার্শার নাভারন টু বেনাপোল সড়কের উপজেলা পরিষদ অবস্থিত মসজিদের উত্তর পাশে একজন ব্যাক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।এমন খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে বিল্লাল হোসেনকে আটক করলেও মুকুল হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।পরে বিল্লাল হোসেনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন ও মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির ব্যবসা করে আসছিল বলে সুত্র জানায়।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,র‍্যাব গাঁজা উদ্ধার পুর্বক একজন ধৃত ও অপরজন পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সৌপদ্য করে।পরে মামলার রুজু করে আসমীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ