শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় শ্রেষ্ঠ মাছ চাষীর সম্মাননা পেলেন কুদ্দুস

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: মাছ উৎপাদনে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন শার্শার কুদ্দুস আলী বিশ্বাস।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শার্শা উপজেলা কমপ্লেক্স ভবনে “উপজেলা মাৎস্য অফিসের আয়োজনে” উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের নিকট থেকে এই সম্মাননা গ্রহন করেন।

সোমবার (১৮ আগস্ট) শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা ও মৎস্য চাষে সফল উদ্যোক্তার ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করেন। ক্যাটাগরিতে-২০২৫ সফল উদ্যোক্ত হিসাবে শার্শার জনতা ফিসের জনক কুদ্দুস আলী বিশ্বাসকে শ্রেষ্ঠ মাছ চাষীর খেতাব দেওয়া হয়।

মৎস্য প্রাণিসম্পদ তথ্য মতে, শার্শার কুদ্দুস আলী বিশ্বাসের মাৎস্য প্রতিষ্ঠান “জনতা ফিস” রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান স্বরূপ তাকে বিশেষ সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়েও তার প্রতিষ্ঠানের নাম পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন। পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। তার প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার হাজার যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মৎস্য চাষী, মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন।

আরো পড়ুন

সর্বশেষ