বেনাপোলপ্রতিনিধি:যশোরের শার্শার উলাশিতে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিয়াস হোসেন ১৫ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত পিয়াস মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে।
পুলিশ ও স্বজন হাফিজুর রহমান জানান বুধবার বিকালে শার্শার মির্জাপুর গ্রাম থেকে মটরসাইকেল যোগে উলাশি ব্যাবসা প্রতিষ্টানে আসছিল পিয়াস ও এক আরোহী। কামারবাড়ী মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা এক মটরসাকেল আরোহীর সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এসময় দুমড়ে মুচড়ে যায় মটরসাইকেল দুটি। স্থানীয়রা উদ্ধার করে আহত তিনজনকে যশোরের পাঠায়। হাসপাতালে মৃত্যু হয়। পিয়াসের। তার মৃত্যুতে পরিবারে গভীর আহাযারি। শোকের মাতম এলাকায়।
শার্শায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

