শার্শা/বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম বিদ্যালয়ে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে স্কুলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে মুহুর্তের মধ্যে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আসস্থ করলে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়।
জানা যায়, গত ৪ এপ্রিল নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বাড়িতে প্রাইভেট পড়া শেষে নোট দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন। এসময় অন্যান্য ছাত্রীরা চলে গেলে শিক্ষক আব্দুল আলিম জোর করে ওই ছাত্রীকে শ্লীলতাহানী করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে। ঐ শিক্ষক আজ স্কুলে যোগদান করলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আগামী ৫ তারিখের মধ্যে অভিযুক্ত শিক্ষক আলিমকে চাকুরীচ্যুতিসহ দৃস্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে।

