শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় ২৯টি চোরাই মোবাইলসহ আটক ২

আরো খবর

শার্শা প্রতিনিধি: ভারত থেকে চোরাই পথে মোবাইল ফোন এনে বাংলাদেশে বিক্রয় চক্রের দুই ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটকেরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আঃ ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম ও একই গ্রামের মনিরুল ইসলাম সানার ছেলে শিমুল হোসেন।

গতকাল মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। এসময় অবৈধ মোবাইল ফোন বহনের কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের আর’টি’আর (এ্যাপাসি) মোটরসাইকেলও জব্দ করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলা কলেজের সামনে অভিযান পরিচালনা করে ভারতীয় পুরাতন এ্যান্ড্রয়েড ২৯ টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন সরকারি ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের সহযোগিতায় পাসপোর্ট যাত্রীরা এসব মোবাইল বহন করে আসছে। তছাড়া সীমান্তের বিভিন্ন চোরাই পথ ও ভারতীয় পণ্যবাহী ট্রাক দিয়ে ভারতীয় এ্যান্ড্রয়েড মোবাইল ফোন গুলো হরহামেশে বাংলাদেশে নিয়ে আসছে একটি চক্র। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে সেট প্রতি টাকার চুক্তিতে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন শহরে। পরে সেগুলো নামি-দামি মোবাইল ফোন শপে বিক্রয় হচ্ছে। ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে এ খ্যাত থেকে।

মোবাইল কোম্পানির ডিলাদের তথ্য মতে, যশোর জেলায় বেশি সংখ্যক মানুষ ভারতীয় মোবাইল ফোন ব্যবহারে জড়িয়ে পড়েছে। এসব আন-রেজিষ্টার মোবাইল ফোন ব্যবহারের ফলে বিপাকেও পড়ছে স্থানীয় সাধারন জনগন। সেট প্রতি অতিরিক্ত লাভের ফলে এসব অবৈধ মোবাইলের ব্যবসার সাথে যশোর,বাঁগআচড়া, কলারোয়া,নাভারন, ঝিকরগাছা, বেনাপোল, শার্শা, জামতলায় ব্যাঙ্গের ছাতার মতো একাধিক মোবাইল শোরুম রয়েছে বলেও জানান।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম জানান, আটককৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ