শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ আটক ১

আরো খবর

শার্শা প্রতিনিধি:শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়ান থেকে তাকে আটক করা হয়।আটকরা হলো, শার্শা থানার লক্ষনপুর ইউনিয়ানে মৃত আব্দুল আলীমের স্ত্রী মোছাঃ আয়না মতি (৪০)।

পুলিশ জানায়,থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়ানে দুটি অভিযান চালিয়ে মোছাঃ আয়না মতি (৪০) নামে এক জনকে আটক করে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযান লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা পলাতক আসামী মোঃ মুনসুর হোসেন (৩৫) বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকি তল্লাশী করে টেংকির মধ্যে থেকে ১৮ কেজি গাঁজা, উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়। আটককৃতদের যশোর জেল হাজাতে পাঠানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ