শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় ৪৮ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিলেন শেখ আফিল উদ্দিন এমপি

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে পাঠ্যপুুস্তক উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে। রবিবার  বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর- ১, (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত  পাঠ্যপুস্তক উৎসবে শিশু-কিশোর ও অবিভাবকদের নিয়ে শিক্ষামূলক আলোচনা সভা হয়। পরে শার্শা উপজেলার ১৮২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের বই তুলে দেন শেখ আফিল উদ্দিন এমপি।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, মাধ্যীমক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া ও বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোজাফফর হোসেন স্বপন,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,
যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল।

আরো পড়ুন

সর্বশেষ