রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শার লক্ষনপুরে মহিলা চেয়ারম্যান প্রার্থী আনেয়ারা খাতুনের নৌকার প্রচারনা তুঙ্গে

আরো খবর

 

শার্শা উপজেলা প্রতিনিধি:-
যশোরের শার্শার লক্ষনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা চেয়ারম্যান প্রার্থী আনেয়ারা খাতুনের নৌকার প্রচারনা এখন তুঙ্গে। এলাকার নারী কর্মিদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি পাচ্ছে সাড়া। তবে স্বতন্ত্রপ্রার্থী সামছুর রহমানসহ বিদ্রোহী প্রার্থীরা প্রচারনা থেকে রয়েছেন পিছিয়ে। অধিকাংশ মহিলা মেম্বর প্রার্থীরাও গনসংযোগ করছেন সমানতালে।

খুলনা বিভাগের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী আনোয়ারা। তিনি এলাকায় ফেলেছেন সাড়া দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। বাসাবাড়ী দোকান ও বিভিন্ন বাজার এখন নির্বাচনী আমেজে ভরপুর। উপজেলার নিজামপুর,শার্শা লক্ষনপুর ও ডিহি এলাকা ছেয়ে গেছে পোষ্টার ব্যানারে। চলছে মাংকিং। প্রচারে সরগরম এলাকা। তবে উপজেলাজুড়ে নারী প্রার্থীদের গনসংযোগ ভোটারদের আগ্রহ বাড়ছে। নারী উন্নয়নে পুরুষ মহিলারা আসছেন এগিয়ে দিচ্ছেন আশ্বাস। উকিল মিয়া-শামিম হোসেন-হোসনেয়ারা বেগম ও কাকলি খাতুন বলেন আনোয়ারার গন জোয়ার সৃষ্টি হয়েছে। জয় হবে তার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ