শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় খরা ও পোকার আক্রমনে আমন ধান ক্ষেত নষ্ট কীটনাশকেও মিলছেনা সুফল

আরো খবর

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা ও বেনাপোলে চলতি আমন মৌসুমে খরা ও পোকার আক্রমনে
কৃষকের অধিকাংশ ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। কীট নাশক দিয়েও সুফল পাচ্ছেনা
চাষীরা। ধানের পাতা শুকিয়ে হলুদ বর্ন হয়ে মরে যাচেছ। ধানের শিষ শুকিয়ে চিটা
হয়ে যাচেছ কৃষকের আমন খেত। ফলে হতাশা ও উৎকন্ঠায় দিন কাটছে চাষীদের।
চলতি আমন মৌসমে বৃষ্টি দেখা না মেলায় বেনাপোল শার্শা গোগা বাহাদুপরপুর
পুটখালি ও ডিহি এলাকায় ধানী জমিতে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়।
সেচ ও কীট নাশক দিয়েও সুফল পাচ্ছেনা চাষীরা। ফলে এবার ফলন নিয়ে দু:শ্চিন্তায়
চাষী। তবে ধানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কষকের পরামর্শ ও সহযোগিতা
দিচ্ছেন কৃষি বিভাগ। তার্গেট অনুযায়ি ফলনে তেমন সমস্যা হবে বলে আশা
করেন উপজলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল-

 

আরো পড়ুন

সর্বশেষ