শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় জমি সংক্রান্ত বিরোধে ফলজ গাছ কর্তন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :
যশোরের শার্শায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুল গফুরের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করতে গিয়ে ফলজ গাজ কর্তনের অভিযোগ উঠেছে একই গ্রামের হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার উলাশী  ইউনিয়নের লাউতাড়া (গরুল খাল) গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুল গফুরের সাথে তাদের পাশের বাড়ির হাসানের সাথে পূর্ব থেকে জমিজমা সক্রান্ত বিরোধ চলছিলো।ঘটনার দিন রাত আনুমানিক ১২ টার দিকে অভিযুক্ত হাসান আব্দুল গফুরের লাগানো কলাসহ বেশ কয়েকটি ফলজ গাছ কর্তন করে নষ্ট করে দিয়ে যায়।সকালে গফুর হাসানের কাছে গাছ কেটে নষ্ট করলো কেন জানতে চাইলে তিনি বলেন তার জমিতে গাছ লাগিয়েছিস কেন তাই কেটে দিয়েছি বলে চলে যায়।
উল্লেখ্য নতুন নকশা যে ম্যাপ বের হয়েছে তাতে গফুরের জমি হতে হাসান দেড় শতক জমি পাওনা করে।কিন্তু জমির পড়চায় গফুরের আছে।হাসান জোর পুর্বক জমি দখল করতে চাই।এবিষয়ে স্হানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসাবসি হলেও হাসান মানতে নারাজ।পরবর্তিতে হাসানের চাচা ভুট্রো গোলদার গফুরকে গিয়ে বলে এক লক্ষ টাকা ম্যানেজ করতে হাসান পাওনা জমি তোমাদের লিখে দিবে বলে জানায়।কিন্তু তা না দিয়ে বর্তমানে ঘরবাড়ী ভেঙ্গে গুড়িয়ে দিবে বলে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগে জানা যায়।এ সংক্রান্ত আদালতে একটি মামলা হয়েছে যা চলমান।
এ ব্যাপারে অভিযুক্ত হাসান বিষয়টি অস্বীকার করে জানান, গাছ আমি কর্তন না করলেও আমার উপর দোষ আসবে।কারন গফুরের সাথে আমার জমিজমা সক্রান্ত দন্দ্ব চলছে দীর্ঘদিন।
এ ব্যাপারে শার্শা থানার ইনচার্জ মামুন খান জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ