শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের আট লাখ টাকা ছিনতাই

আরো খবর

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে দুর্বৃত্তরা।
ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সত্বাধিকারী শরিফ জানান, শার্শার নাভরন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।
যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর খালেকুর রহমান জানান, টাকা ছিনতাইয়ের সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আসামি ধরতে অভিযানও চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ