শার্শা প্রতিনধি:-
যশোরের শার্শা উপজেলায় ১০টি ইউনিয়নে হচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। জামাত বিএনপির কোন প্রার্থী নেই নির্বাচনী মাঠে। আওয়ামীলীগের একাধিক চেয়ারম্যান প্রার্থী করছেন প্রতিদ্বন্দিতা। তবে প্রশাসনিক ঝামেলাই রয়েছেন অধিকাংশ প্রার্থী ও সমর্থকেরা। দফায় দফায় চলছে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার বিকালে শার্শার কায়বা রুদুপুর গ্রামে হবিবার ও ইফতেখার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৪টি বোমা ও কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় মিন্টু,আসাদ,ইফতেখার ও হবিবার সহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। এঘটনায় এলাকায় আতংক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। অপরদিক শুক্রবার বিকালে শার্শার গোগা বাইদুরপুর সহ বিভিন্ন এলাকায় তান্ডব চালানো হয়েছে। আচমকা মারপিট ও ব্যাবসা প্রতিষ্টানে ভাংচুর চালানো হয়েছে। ফলে আতংকের মধ্যে রয়েছেন ভোটার ও সমর্থকেরা
স্বতন্ত্র প্রার্থী- তবিবর রহমান,সমর্থক আয়রা আসমা ও মাহবুর,আসিফ,জিয়ায়ুর ও নুর হোসেন বলেন, সাদা পোষাকের একটি দল হামলা চালায়। মারপিট ও হুমকি প্রদর্শন করেন।
তবে শুষ্ট নির্বাচনের লক্ষে কাজ করা হচ্ছে-কোন ভয়ভীতি হয়রানি নয় নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সজাগ বলে জানান উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু।
ভোটার ও সমর্থকেরা রয়েছে আতংকে। ঘটছে ভাংচুর মারপিট ও প্রশাসন দিয়ে ভয়ভীতির অভোগ অধিকাংশ প্রার্থী ও সমর্থকদের।
এদিকে নির্বাচনে ডিহিতে আসাদুজামান মুকুল ও হোসেন আলীর মধ্যে হবে প্রতিদ্বদ্ধি। নৌকার জয়ের সমভবনা বেশী। নিজামপুরে নৌকা প্রার্থী আব্দুল ওহাব ও স্বতন্ত্র সেলিম রেজা বিপুল প্রতিদ্বদ্বিতা করছেন। এখানে বিপুলের জয়ের সমভাবনা বেশী। লক্ষনপুরে নৌকার আনোয়ারা ও আনারস প্রতীকে সামসুর রহমান প্রতিদ্বদ্বিতা করছেন। নৌকা জয় হবে বলে জানান ভোটাররা। বাহাদুরপরে নৌকার মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান,শার্শায় কবির উদ্দিন তোতা,লক্ষনপুরে আব্দুল গফ্ফার ও উলাশিতে রফিকুল ইসলামের বিজয়ী হবার সমভাবনা রয়েছে। গোগায় নৌকার আব্দুর রশিদ স্বতন্ত্র ও গোগায় তবিবর রহমান করছেন প্রতিদ্বদ্ধি। এখানে তবিবরে রয়েছে জয়ের সমভাবনা। কায়বায় মোস্তফা হাসান টিংকু নৌকা ও স্বতন্ত্র আলতাফ হোসেন আনারস প্রতিদ্বন্ধিতা করছেন। এখানে আলতাফ হোসেনের জয়ের সমভবনা রয়েছে। বাগআচড়া ইনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইলিয়াজ কবির বকুল ও স্বতন্ত্র প্রাথী আব্দুল খালেক প্রতিদ্বদ্ধিতা করছেন। এখানে নৌকার বিজয় হবে বলে মনে করছেন ভোটার ও সমর্থকেরা।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, আইনশৃঙ্থলা রক্ষায় ষ্টাইকিং ফোর্স কাজ করছেন। তবে দু একটি অনাকাংখিত ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের স্মরণানুষ্ঠান
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোজ-ধীরাজ একাডেমির উদ্যোগে ধীরাজ ভট্টাচার্যের জন্মভূমি পাঁজিয়াতে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এম এ হালিমের সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাগেরহাটের সরকারি পিসি কলেজের সহকারী অধ্যাপক কবি এমরান হোসেন। মূখ্য আলোচক ছিলেন, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাসেম আলী ফকির। বিশেষ অতিথির বক্তব্য দেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও পাঁজিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আলী আব্বাস। আলোচনার শেষে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
