শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শা’য় বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত

আরো খবর

শার্শা  প্রতিনিধি : যশোরের শার্শা’য় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
 মঙ্গলবার বেলা ১১ টার সময় দিবসটি উপলক্ষে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের পূর্বে শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্রী নারায়ন চন্দ্র পাল।
এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার জীবনী থেকে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনা সহ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে ৯৩ পাউন্ডের কেক কেটে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে  প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় বেঞ্চ, ল্যাবটপ, ফ্যান, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন  এবং অসহায়দের মাঝে অনুদানের চেক   বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,  শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ