শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

আরো খবর

শার্শা প্রতিনিধি:শোরের শার্শায় আশরাফুল ইসলাম ওরফে আশা (২৫) নামে মসজিদের এক ইমাম দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) তিনি মোটরসাইকেল যোগে নাভারণ হতে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ৭/৮ জন মুখোশধারী তার গতিরোধ করে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আরশাফুল ইসলাম আশা যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন।
আশরাফুল ইসলামের অভিযোগ-গত শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ