শার্শা প্রতিনিধি:১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে জামতলায় এক উঠান বৈঠক দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে জামতলা টেংরা গ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য, ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশের যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল হাসানের পক্ষে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর- ১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উন্নয়নমূলক উঠান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাজী বাবলু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান, ইউপি সদস্য আজিজুল ইসলাম, যুবলীগ নেতা কবিরুজ্জামান কবির যুবলীগ নেতা হাসান, বাগআঁচাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রনি ও রশিদ, সানি, সাইফুল ও রাসেল হাসান, স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান ও যুবলীগ নেতা তরিকুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

