রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় সাড়ে ৬ হাজার কৃষকের মধ্যে সার ও বীজ বিতরন

আরো খবর

শার্শা প্রতিনিধিÑ
কৃষি পন্যে ভরবে দেশ সোনার বাংলাদেশ। এ স্লোগানে যশোরের শার্শা বেনাপোলে কৃষি প্রনোদনার আওতায় উপজেলার ৬৫০০কৃষকের মধ্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। রবিবার বিকালে শার্শা অডিটরিয়ামে অনুষ্টিত সার বীজ বিতরন অনুষ্টানে উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অুনস্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮৫- যশোর ১শার্শা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল,অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, ও সদর চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু।
৩২শজনকে প্রত্যেক-৫কেজি করে উপশি ধান,১০কেজি ডিএপি,১০কেজি এমওপি সার এবং ৩৩শ জনকে প্রত্যেক চাষীর ২কেজি হাইব্রিড ধানবীজ, ১০কেজি ডিএপি,১০কেজি এমওপি সার বিতরন করা হয়।
প্রধান অতিথি বলেন,দেশ কৃষি ও খাদ্যে এগিয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে অর্থনীতিতে কৃষি ও কৃষকের ভুমিকা অনেক। শার্শা উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূন্ন অর্জন করতে যাচ্ছে। সরিষার আবাদে হযেছে তার্গেট অতিরিক্ত। বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। সরকার কৃষকের সব ধরনের সহযোগিতা দিবে। নতুন নতুন বীজ বপনের পরামর্শ দেন তিনি। সিরাজুল হক মজ্ঞু বলেন শেখ হাসিনা সরকার বার বার দরকার। কারন চাষীদের কল্যানে আওয়ামীলীগ সরকারের অবদান বিশ^ সিকৃত। সার সেত বিদ্যুত কীট নাশক সহ সব ধরনের কৃষি পন্যে সরকার ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশের কৃষক আজ বিশে^ মডেল। দেশে অনেক নতুন জাতের উদ্ধাবন করেছে কৃষি বিজ্ঞানীরা। সবাইকে কৃৃষিকাজের সাথে আধুনিক মাছ চাষের উপর গুরুত্ব দেন বক্তারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ