শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শা কায়বা সীমান্তে ৪ কেটি টাকার সোনা জব্দ, আটক ২

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা কায়বা সীমান্তের বিলপাড়া এলাকা থেকে ৪কেজি৭৯গ্রাম ওজনের ৩৫ টি স্বর্ণের বারসহ   এয়াকুব ও আতিয়ার হোসেন নামে ২পাচারকারীকে আটক করেছে বিজিবি।
এসময় একটি প্রাইভেটকার ও মটরসাইকেল জব্দ করা হয়। আটক এয়াকুব গোগা আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে। আতিয়ার হোসেন গোগা গোপালপুর গ্রামের নুর বক্স বিশ্বাসের ছেলে। আটক সোনার মুল্য ৩কোটি৮৬২লাখ৭৯হাজার টাকা বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান।

অধিনায়ক তানভির রহমান বলেন,
সীমান্ত দিয়ে প্রাইভেট যোগে ভারতে স্বর্নের চালান পাচার হচ্ছে জানতে পারে বিজিবি। বুধবার বিকালে শার্শার গোগা  কালভাট এলাকায় চৌকস বিজিবিদল অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এসময় মটরসাইকেল ফেলে পালিয়ে যায় ২পাচারকারী। পরে গন মাধ্যম কর্মিদের উপস্তিতিতে প্রাইভেট কারের মধ্যে বিশেষ কায়দায় রাখা কসটেপে মোড়ানো লোকানো স্বর্ন উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেট কার ও মটরসাইকেল।
প্রাইভেট কারের ষ্টারিংয়ের সামনে মিটার বক্সের মধ্য৷ অভিনব কায়দায় লুকানো  অবস্থায় স্বর্নের চালানটি উদ্ধার করা হয়। আটক করা সোনা  ও পাচারের সাথে জড়িত দুইজনকে শার্শা থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২৬ (ছাব্বিশ) বারে ২৫ জন আসামীসহ সর্বমোট ৮০ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৬২,৬২,৬৫,৭০০/- (বাষট্টি কোটি বাষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত) টাকা। ছাব্বিশ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার, নভেম্বর মাসে ০৩ (তিন) বার, ডিসেম্বর ২০২২ মাসে ০১ (এক) বার,  ২০২৩ সালের জানুয়ারি মাসে ০৪ (চার) বার এবং চলতি ফেব্রুয়ারি মাসে ০৪ (চার) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ