একাত্তর ডেস্ক:অনন্য নজির স্থাপন করেছে রানী মুখার্জির ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’। ফিল্মটি হিন্দি চলচ্চিত্র হিসেবে নরওয়েতে সাপ্তাহিক ছুটির দিনে সর্বোচ্চ আয় করেছে। রানির চলচ্চিত্রটি শাহরুখ খানের পাঠানকেও হার মানিয়েছে!
বক্স অফিস সূত্র অনুসারে, নরওয়েতে ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমার মাধ্যমে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন রানি মুখার্জি। ফিল্মটি তার প্রথম সপ্তাহান্তে মাত্র ৩ দিনের মধ্যে ৪.৮ অকুপেন্সি সহ ৭ ল ৪৫ হাজার নরওয়েজিয়ান ক্রোন আয় করেছে যা ভারতীয় টাকায় প্রায় ৫৮ লাখ ৩৫ হাজার রুপির মতো। সেই সঙ্গে শাহরুখ খানের রেকর্ডও টপকে গেলেন রানি।
এর আগে উদ্বোধনী আয়ের সেরাদের মধ্যে শাহরুখ খানের ‘রাইস’ ৪৭০০ মার্কিন ডলার, সালমান খানের ‘সুলতান’ প্রথম সপ্তাহান্তে ৪৪০০ ডলার আয় করেছিল। রানির চলচ্চিত্রটি সাম্প্রতিক ব্লকবাস্টার পাঠানের সংগ্রহকেও ছাড়িয়ে যেতে সম হয়েছে। পাঠানের আয় ছিল ৪১০০ ডলার।
মুক্তির আগেই বহুল আলোচিত সিনেমাটি ঘিরে সকলের প্রত্যাশা ছিল বেশি। ভারতে সিনেমাটি ৭.৪২ কোটির মতো আয় করেছে। বিশ্বব্যাপী প্রায় ১৩ কোটির মতো আয় করেছে এটি।
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ পরিচালনা করেছেন অসীমা চিব্বার। এক মা প্রবাসে গোটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে কী করে নিজের সন্তানদের ফিরে পান সেই গল্পই দেখানো হবে এই সিনেমায়। ১৭ মার্চ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জী, অনির্বাণ ভট্টাচার্য, নীনা গুপ্তা ও জিম সার্ভ। সূত্র : ইন্ডিয়া টাইমস

