শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শাহরুখ খান নাকি আরিয়ান,‌ কে বসে রয়েছেন?

আরো খবর

কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার পর্নোগ্রাফি ছড়ানোর দায়ে বিশ্বনাথে যুবক গ্রেফতার স্ত্রীকে যৌতুকের জন্য পেটাতেন ব্যাংক কর্মকর্তা সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন নাসির! নতুন আতঙ্ক! বিশ্বে প্রথম মানব শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি! ‘আমেরিকা বিশ্বমঞ্চে ফিরেছে’ বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসীকে ফেরত পাঠাতে ইইউ’র কাছে গ্রিসের আবেদন ইসরায়েল যখন পরমাণু বোমা বানাচ্ছে তখন কীসের উদ্বেগ: ইরান পাড়া-মহল্লার সন্ত্রাসীরা এখন দেশের পলিসি নিয়ন্

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ বছরের নিলামের এক চমকপ্রদ ছবি টুইটারে পোস্ট করেছেন জুহি চাওলা। এই ছবি তিনি শাহরুখ খানের সকল ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করেছেন। জুহি চাওলার সেই পোস্ট করা ছবিতে নিজের মেয়ে জাহ্নবী মেহতা ও এসআরকে পুত্র আরিয়ান খানকে দেখা গিয়েছে। তারা দু’‌জনেই আইপিএল নিলামের টেবিলে বসে রয়েছেন।

তবে নেটিজেনরা যদি জুহি চাওলার ক্যাপশন না পড়েই সোজা ছবির দিকে তাকান, তবে আরিয়ানকে শাহরুখ খান ভাবার সম্ভাবনা রয়েছে প্রচুর।
ছবিতে, আরিয়ান কালো রঙের টি–শার্ট পরে রয়েছেন এবং তিনি সাদা কাপে চুমুক দিচ্ছেন। তারকা পুত্রের অর্ধেক মুখ কাপে ঢাকা পরে রয়েছে এবং তাতেই আরিয়ানকে তার বাবা শাহরুখ খানের মতোই মনে হচ্ছে। আরিয়ানের পাশেই বসে রয়েছেন জুহি চাওলা কন্যা জাহ্নবী মেহতা। তার পরনে ডেনিম শার্ট। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসছেন।

টুইটারে এই ছবি শেয়ার করে জুহি চাওলা লিখেছেন, ‘‌খুব আনন্দিত আমি কেকেআর শিশু, আরিয়ান ও জাহ্নবী উভয়কে নিলাম টেবিলে দেখতে পেয়ে।’

এই ছবি দেখার পর অনেক নেটিজেনই আরিয়ানকে শাহরুখ খান ভেবে ভুল করে বসেন।

-বিডি প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ