ঝিনাইদহ প্রতিনিধি:শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, বিােভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক সমিতি (বিটিএ) ঝিনাইদহ জেলা শাখা। সোমবার সকাল ১১ টায় ঝিনাইদহ মুজিব চত্বরে মুহাঃ আব্দুল মমিন-এর সভাপতিত্বে মানববন্ধন, বিােভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মহিউদ্দীন, সহ-সভাপতি, বাংলাদেশ শিক সমিতি, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, বাংলাদেশ শিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। মানববন্ধনে আরো উপস্থিাত ছিলেন, আলমঙ্গীর হোসেন, শাহনাজ পারভীন রিপা, মনিরুজ্জামান, অধ্য মাসুদ করিম,শাহনাজ পারভীন মুন্নী, ইসাহাক আলী, মিজানুর রহমান, ইব্রাহীম খলীল, শাহজাহান আলী, নাজমুল ইসলাম, মিজানুর রহমান, শফিকুর রহমান মিলনসহ ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা হতে সহ¯্রাধিক শিক-কর্মচারীবৃন্দ।বক্তারা বলেন- বেসরকারী
শিক-কর্মচারী আজ মানবতার জীবন-যাপন করছে। দ্রব্য মূল্যেরউর্ধ্বগতিতে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আজ শিকরা বিদ্যালয় ছেড়ে রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছে। শিকরা বহুবার সরকারের নিকট শিা ব্যবস্থা জাতীয়করণের দাবি করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বেসরকারি শিক-কর্মচারীদের দাবী মানা হয়নি। শিা ব্যবস্থা জাতীয়করণ, শিক-কর্মচারী অবসর গ্রহনের ৬ মাসের মধ্যে অবসরসুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধ করা, সরকারি শিা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিা প্রতিষ্টানের প্রধান শিক ও সহকারি প্রধান শিকের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান, চাকরির বয়স সীমা ৬৫ বছরে উন্নীতকরণ,শিার্থীদের বিনামূল্যে শিা সহায়ক সামগ্রী প্রদান করা, ম্যানেজিংকমিটি/গভার্নিং বডির সদস্যদের নুন্যতম শিাগত যোগ্যতা নির্ধারণ করাসহ শিােেত্র বিরাজমান সরকারি ও বেসরকারি সকল বৈষম্য দূর করার ল্েয শিানীতি-২০১০ এর দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরো বলেন, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক-কর্মচারীরা।১৪ মার্চ সকল শিা প্রতিষ্ঠানে ২ঘন্টা কর্মবিরতী পালন করা হবে। মানববন্ধন ও বিােভ মিছিল শেষে বেলা ১২ টায় শিা ব্যবস্থা জাতীয়করণের দাবি সম্বলিত স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

